ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দির জামালপুরে তুচ্ছ ঘটনায় বসত ঘরে ভাংচুর করেছে প্রতিপক্ষ
  • আতিয়ার রহমান আতিক
  • ২০২৩-০৪-০২ ১৫:০৬:১৮

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ভাটিখালকুলা গ্রামে বসত বাড়ীতে প্রবেশ করে ঘরের মালামাল ভাংচুর করেছে স্থানীয় এক প্রভাবশালী পরিবার।
  গতকাল ২রা এপ্রিল সকালে ভাটিখালকুলা গ্রামে আহত আব্দুর রাজ্জাক মোল্লা জানান, গত ২৭শে মার্চ আমার আপন বড় ভাই গফুর মোল্লা মৃতু বরণ করেন। আমার ভাতিজার পক্ষ নিয়ে এলাকার প্রভাবশালী কবিরসহ আমার ভাতিজারা আমাকে আমার ভাইয়ের জানাযায় যেতে নিষেধ করে। পরে আমি মনের কষ্টে মেকচামী বাজার ব্রীজের পাশে একটি দোকানে জামালপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজের সাথে বসে থাকি। এ সময় একটি ছেলে আমাকে বলে যে, কাকা আপনার ভাই মারা গেছে, আর আপনি এখানে বসে আছেন। এই কথা শুনে আমি তাকে বলি যে, আমার তো ভাই না, ভাই হলো জামায়াত নেতা কবিরের। আমার এ কথাটি শুনে পাশে থাকা কবিরের ভাই আজমল মোবাইলে কবিরের কাছে ফোন করে বিষয়টি জানালে কবিরসহ তার লোকজন ঘটনাস্থলে এসে আমাকে বেদম পিটিয়ে জখম করে। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজ ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে তারা। আহত অবস্থায় এলাকার লোকজন আমাদের উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। 
  এ বিষয়ে গত ২৯শে মার্চ বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করি। এতে ক্ষিপ্ত হয়ে তারা আবার নতুন করে আমাকে মারপিট করার উদ্দেশ্যে আমার বাড়ীতে আসে। এসময় তারা আমাকে না পেয়ে আমার বসত বাড়ীতে বে-আইনী ভাবে কবিরসহ আরো ৪/৫ জন দেশীয় অস্ত্র, কাঠের বাটাম, লোহার রড নিয়ে প্রবেশ করে আমার বাড়ীঘর সহ ঘরের মালামাল ভাংচুর করে এবং ঘরে থাকা ফসল বিক্রয়ের নগদ টাকাসহ একটি স্বর্ণের চেইন নিয়ে চলে যায়। 

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ