ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৪-০২ ১৫:১২:৪০

রাজবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকারী ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের মাদ্রাসায় ৯ম ও ১০ম শ্রেণীতে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারী ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাব বিতরণ করা হয়েছে।

  গতকাল ২রা এপ্রিল দুপুরে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ও রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থীর মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়। পর্যায়ক্রমে জেলায় মোট ১হাজার ১০৪টি ট্যাব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।
  ট্যাব বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নূরজাহান আক্তার সাথী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবায়েত মোঃ ফৌরদেস, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান ও জেলা পরিসংখ্যান সহকারী দিপক কুমার বৈদ্য প্রমুখ উপস্থিত ছিলেন।

১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
রাজবাড়ী শহরের রেলওয়ে মাঠে জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা
বড় কাভার্ড ভ্যান চালকদের গলার কাঁটা নতুন ৬ ফেরী!