ঢাকা বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
পদ্মার একটি বাগাড় মাছের দাম ২৮৫০০টাকা!
  • হেলাল মাহমুদ
  • ২০২০-০৯-০৪ ১৫:৩১:২২

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে হযরত আলী নামের এক জেলের জালে ৩০ কেজি ওজনের বাগাড় মাছ ধরা পড়েছে। যার বাজার মূল্য ২৮ হাজার ৫০০টাকা। গত বৃহস্পতিবার মধ্যরাতে ১২টার দিকে দৌলতদিয়ার মাঝ পদ্মায় মাছটি ধরা পড়ে।
  জেলে হযরত আলী জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে  কয়েকজন সংঙ্গী নিয়ে বাড়ী থেকে বের হয়ে পদ্মা নদীর মাঝামাঝি জাল ফেলে বসে থাকি, অনেকক্ষণ অপেক্ষার পর জালে মাছটি ধাক্কা মারলে বুঝতে পারি বড় কোনো মাছ জালে ধরা পড়েছে। একঘন্টা সময় নিয়ে মাছটি নৌকায় তুলে আনি। বাগাড় মাছটি ধরা পড়ায় তিনি বেশ খুশি হয়েছেন বলে জানান।  
  মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকার দুলালের আড়ৎ থেকে ৯শত ৫০টাকা কেজি দরে ২৮হাজার ৫০০টাকায়  মাছটি কিনেছি এখন ১হাজার ৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করবো বলেন জানান। পরে মাছটি দৌলতদিয়া ৫নং ফেরী ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার দোকানে নিয়ে এলে একনজর দেখার জন্য জনতার ভিড় দেখা যায়।

চলতি বছর ২হাজার ৭০০টন ৩৪টি দেশে আম রপ্তানি
রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলায় উচ্চ ফলনশীল তিলের বাম্পার ফলন
রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজের ভালো ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষকরা
সর্বশেষ সংবাদ