ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
বিসিক শিল্প নগরীর দুইটি খাদ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৪-০৫ ১৫:১৯:২৯

খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করাসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ এবং পণ্যের মোড়ক ব্যবহার ও মোড়কজাতকরণ সংশ্লিষ্ট বিধিমালা যথাযথভাবে প্রতিপালন না করার অপরাধে রাজবাড়ী শহরের বিসিক শিল্প নগরীতে ২টি খাদ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
  গতকাল ৫ঠা এপ্রিল পবিত্র মাহে রমজান উপলক্ষে তদারকি অভিযানে এ আর্থিক জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
  প্রতিষ্ঠান ২টি হলো বিসিক শিল্প নগরীর মেসার্স দ্বীন ফুড প্রোডাক্টস্ ও কাজী ফুড প্রোডাক্টস্।
 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, রাজবাড়ী বিসিক শিল্প নগরীতে গড়ে উঠা মেসার্স দ্বীন ফুড প্রোডাক্টস্রে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা হয়, এমন তথ্যে সেখানে অভিযান চালানো হয়। কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের পাশাপাশি পণ্যের মোড়ক ব্যাবহার ও মোড়কজাতকরণ সংশ্লিষ্ট বিধিমালা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছিল না। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
  অপর অভিযানে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করার অপরাধে কাজী ফুড প্রোডাক্টস্কে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

 

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ