ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
রাজবাড়ীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
  • আসাদুজ্জামান নুর
  • ২০২৩-০৪-০৫ ১৫:২০:২৩

বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন। 
  গতকাল ৫ই এপ্রিল দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। তবে এ বছর পবিত্র রমজান মাস ও শুক্রবার জুম্মার দিন হওয়ায় সীমিত পরিসরে উদযাপিত হবে বাংলা নববর্ষ। সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা প্রশাসন।
  সভায় জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান ও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ বক্তব্য রাখেন।
  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহার সঞ্চালনায় সভায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নূরজাহান আক্তার সাথী, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার পালসহ সরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
  সভায় জানানো হয়, আগামী ১৪ই এপ্রিল বাংলা নববর্ষ ১৪৩০ পহেলা বৈশাখ উদযাপিত হবে। এ বছর পবিত্র রমজান মাস ও দিবসটি শুক্রবার জুম্মার দিনে হওয়ায় সীমিত পরিসরে বাংলা নববর্ষ উদযাপিত হবে। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকানে সীমিত পরিসরে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 
  সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, প্রত্যকটা জাতি তাদের নববর্ষ পালন করে। আমরা বাঙালি জাতি বাংলা নববর্ষ আমাদের কৃষ্টি-কালচার সংস্কৃতি এটা আমাদের ঐতিহ্য। বাংলা নববর্ষ পালনের সাথে ধর্মের কোনো বিরোধ নাই। চায়নারা তাদের নববর্ষ পালন করে। আরবরা হিজরী নববর্ষ পালন করে। এমনই প্রতিটা জাতি তাদের নববর্ষ পালন করে। আমরা বাঙালি জাতি আমাদের বাংলা নববর্ষ পালন করবো তবে সেটি শালীনতার সাথে। নববর্ষ পালন নিয়ে অনেক সময় বিরূপ মন্তব্য করা হয়। বাংলা নববর্ষ পালন উপলক্ষ্য অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে অপপ্রচার চালানো হয়। এটি আমাদের সবাইকে সম্মিলিত ভাবে প্রতিরোধ করতে হবে। নববর্ষের সাথে ধর্মের কোনো বিরোধ নেই। যার যার ধর্ম সে পালন করবে। নববর্ষ হচ্ছে একটি জাতির কৃষ্টি-কালচার সংস্কৃতি। আমরা যারা বিভিন্ন জন বিভিন্ন ধর্ম পালন করি, তাদের ভিন্ন ভিন্ন ধর্মীয় উৎসব রয়েছে। কিন্তু বাংলা নববর্ষ বাঙালী জাতির সার্বজনীন উৎসব। 
  তিনি আরও বলেন, এ বছর রমজান মাসে ও শুক্রবার পবিত্র জুম্মার বার পহেলা বৈশাখ উদযাপিত হবে। আমরা সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকানে সীমিত পরিসরে সাংস্কৃতিক পরিবেশিত হবে। বৈরি আবহাওয়া থাকলে সাংস্কৃতিক অনুষ্ঠানটি জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হবে। যেহেতু জুম্মা বার সকাল ১১টার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানটি শেষ করা হবে। 

 

রাজবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
শহীদওহাবপুরে ড্রেজার ও বেকু দিয়ে ফসলী জমির মাটি উত্তোলনের হিড়িক
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পিআইবি’র মহাপরিচালকের শ্রদ্ধা
সর্বশেষ সংবাদ