‘অন্তর্ভূক্তিমূলক সংগঠন গড়ি, নতুন সমাজ বিনির্মাণ করি’ এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গত ৪ঠা এপ্রিল বিকালে শহরের পান্না চত্ত্বরে রাজবাড়ী মহিলা পরিষদের জেলা শাখা কার্যালয়ের রাসসুন্দরী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা মহিলা পরিষদের সভাপতি পূর্ণিমা দত্তের সভাপতিত্বে আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এডঃ দেবাহুতি চক্রবর্তী, সহ-সভাপতি সামসুন্নাহার চৌধুরী, সহ-সভাপতি শাহিনা সুলতানা, আন্দোলন সম্পাদক শায়লা তাবাসসুম নেওয়াজ, আন্তর্জাতিক সম্পাদক মোর্শেদা আক্তার, সদস্য লাইলী নাহার, মৌসুমী আক্তার, তানজিলা আক্তার, শার্মীন সুলতানা, জেলা পরিষদের সদস্য শাহানা বেগম, উপদেষ্টা ফাহমিদা বহ্নি ও সদর উপজেলা কমিটির সহ-সভাপতি শামীমা আক্তার সাম্মা প্রমুখ বক্তব্য রাখেন।