ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
বালিয়াকান্দির দক্ষিণবাড়ীতে অবৈধ ইটভাটা তৃতীয় দফায় পানি দিয়ে বন্ধ করলো প্রশাসন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৪-০৬ ১৭:০২:৪১

রাজবাড়ী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে গতকাল ৬ই এপ্রিল দুপুরে বালিয়াকান্দি উপজেলার দক্ষিণবাড়ী গ্রামে হাইকোর্টের রায় তৃতীয় দফায় বাস্তবায়ন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর আওতায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে জি.এম.বি ব্রিকস নামক অবৈধ ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভিয়ে দেওয়াসহ ভাটা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করাসহ ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
  জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার দক্ষিণবাড়ীতে গ্রামে ইতিপূর্বে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে গত ১২ই জানুয়ারী ও গত ৯ই মার্চ প্রশাসন অভিযান পরিচালনা করে মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর আওতায় দুই দফায় উক্ত অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ ও জরিমানা করা হয়েছিল। কিন্তু তার পরেও ইটভাটা মালিক পুনরায় ভাটা পরিচালনা করায় গতকাল ৬ই এপ্রিল মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
  উল্লেখ্য, কয়েক মাস পূর্বে মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নম্বর-১০১০৩/২০২০ এর আদেশ মোতাবেক দক্ষিণবাড়ী মৌজায় মেসার্স এন.এস.বি ব্রিকস নামীয় ইট ভাটা বন্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু নিষেধাজ্ঞাকৃত দুটি দাগভুক্ত জমির মধ্যেই পরবর্তীতে অবৈধভাবে জি.এম.বি নামক আরেকটি ইট ভাটা গড়ে তোলা হয়। 
  রাজবাড়ী জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে বালিয়াকান্দি থানা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে একদল সদস্য সার্বিক সহযোগিতা করে।

 

পাংশা উপজেলায় ভোট ৮ই মে॥চলছে জমজমাট প্রচারণা॥আলোচনায় চেয়ারম্যান প্রার্থী বুড়ো-ওদুদ
বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই॥চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
সর্বশেষ সংবাদ