ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরী চলাচল ব্যাহত॥পারের অপেক্ষায় ৬ শতাধিক গাড়ী
  • আবুল হোসেন
  • ২০২০-০৯-০৪ ১৫:৩৩:২২
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা ও যমুনা নদীর স্রোতের কারণে ফেরী চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া প্রান্তে ৬শতাধিক পণ্যবাহি ট্রাক ও যাত্রীবাহী বাস ফেরীর অপেক্ষায় রয়েছে -মাতৃকণ্ঠ।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা ও যমুনা নদীর স্রোতের গতি বেড়ে যাওয়ায় নদীতে ফেরী চলাচল করতে দ্বিগুন সময় লাগছে।
  দৌলতদিয়া প্রান্তে ফেরী পারাপারের অপেক্ষায় ৬শতাধিক পন্যবাহি ট্রাক ও যাত্রীবাহী বাস ফেরী ঘাট ও গোয়ালন্দ মোড়ে দীর্ঘ লাইনে ফেরীর অপেক্ষায় রয়েছে।
  ঘাট সূত্রে জানাযায়, নদীর পানির স্রোতের গতি বেড়ে যাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরী চলাচলে আগের চেয়ে দ্বিগুন সময় লাগছে। ফেরী পারের অপেক্ষায় দৌলতদিয়া ফেরী ঘাটের জিরো পয়েন্ট থেকে ইউনিয়ন পরিষদ পর্ষন্ত দুই শতাধিক পণ্যবাহী ট্রাক লাইন দিয়ে রয়েছে ও গোয়ালন্দ মোড়ে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক মহাসড়কে দীর্ঘ লাইন দিয়ে রয়েছে। এছাড়া শতাধিক যাত্রীবাহী বাস ফেরী পারাপারের অপেক্ষায় ঘাটে সিরিয়ালে রয়েছে। সব মিলিয়ে ৬শতাধিক পরিবহন ফেরী পারাপারের অপেক্ষায় রয়েছে। 
  এ নৌরুটে বর্তমানে ইউটিলিটি(ছোট) ফেরী ১১টি, রোরো ফেরী ৭টি, মোট ১৮টি  ফেরী চলছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরী চলাচল বন্ধ থাকার কারণে বিকল্প হিসাবে ঐ রোড়ের  যানবাহন গুলো দৌলতদিয়া- পাটুরিয়া নৌপথ দিয়ে পারাপার করছে। ফলে দুই নৌ পথের গাড়ি দৌলতদিয়া-পাটুরিয়া দিয়ে যাতায়াত করছে। 
  বরিশাল থেকে পণ্য বোঝাই ট্রাক(খুলনা মেট্রো-ট-১১-০৮২৭) ড্রাইভার মোঃ আওয়াল হোসেন বলেন, ৩দিন ধরে গোয়ালন্দ মোড়ে সিরিয়ালে অপেক্ষা করে আজ ঘাটে পৌছালাম এখন ও ফেরীর দেখা পাইনি, সিরিয়ালে অপেক্ষা করছি, কখন ফেরীতে উঠতে পারবো বলতে পারছিনা । 
  রাজবাড়ী ট্রাফিক ইন্সপেক্টর(টি.আই) তারক চন্দ্র পাল বলেন, ফেরী ঘাট যানজট মুক্ত রাখতে গোয়ালন্দ মোড়ে হাইওয়ে সড়কে পণ্যবাহী ট্রাক লাইন দিয়ে রাখা হয়েছে।   জেলা ট্রাফিক পুলিশ ফেরী ঘাট যানযট মুক্ত রাখতে  অব্যাহত ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
  বিআইডাব্লিউটিসি’র আরিচা অঞ্চলের সহ-মহাব্যবস্থাপক(এজিএম) মোঃ জিল্লুর রহমান বলেন, শিমুলিয়া- কাঠালবাড়ী ফেরী চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া নদীর স্রোতের কারণে ফেরী চলাচল ব্যাহত হচ্ছে।

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ