ঢাকা সোমবার, এপ্রিল ২১, ২০২৫
পাংশায় র‌্যাবের অভিযানে পরিত্যক্ত পাইপগান ও ২টি কার্তুজ উদ্ধার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-২০ ১৫:৪৫:০২

 রাজবাড়ী জেলার পাংশায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান ও ২টি তাজা কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
 গতকাল ২০শে এপ্রিল বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।
 প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ২০শে এপ্রিল ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা উপজেলার গঙ্গানন্দাদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানকালে একটি দেশীয় পাইপগান ও দুটি তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
 র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গোয়ালন্দে পদ্মা নদীতে বিষ দিয়ে অবাধে মাছ শিকার ঃ দায়ীদের চিহ্নিত করতে কোর্টের নির্দেশ
পাংশায় র‌্যাবের অভিযানে পরিত্যক্ত  পাইপগান ও ২টি কার্তুজ উদ্ধার
সোনালী ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে হাতিয়ে নেয় ৮লক্ষ টাকা॥প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার
সর্বশেষ সংবাদ