ঢাকা সোমবার, এপ্রিল ২১, ২০২৫
রাজবাড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত দুইজন আসামী গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-২০ ১৫:২৭:৫২

 রাজবাড়ীতে মাদক মামলার ১বছর ২মাসের সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। 
 গতকাল ২০শে এপ্রিল সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
 গ্রেপ্তারকৃতরা হলো- সদর উপজেলার বড় ভবানীপুর গ্রামের আফসার কাজীর ছেলে আলতাফ কাজী(৪৪) ও সদর উপজেলার রামনগর গ্রামের হাশেমের ছেলে ফিরোজ মন্ডল। তাদেরকে যার যার নিজ বসতবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে মাদক মামলার এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত আসামী ও ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গোয়ালন্দে পদ্মা নদীতে বিষ দিয়ে অবাধে মাছ শিকার ঃ দায়ীদের চিহ্নিত করতে কোর্টের নির্দেশ
পাংশায় র‌্যাবের অভিযানে পরিত্যক্ত  পাইপগান ও ২টি কার্তুজ উদ্ধার
সোনালী ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে হাতিয়ে নেয় ৮লক্ষ টাকা॥প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার
সর্বশেষ সংবাদ