মাদকসেবনে বাঁধা দেওয়ায় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিপন মন্ডলের ওপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২০শে এপ্রিল রাতে গণঅধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ করে তারা।
সমাবেশে বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রিপন মন্ডল, গণঅধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বাচ্চু, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, যুব অধিকার পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাদল, ছাত্র নেতা ইমন শেখ ও স্থানীয় লুৎফর প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় গণঅধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে দাদশী ইউনিয়নের মাধব লক্ষ্মীকোল এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, মাদকসেবন ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন একদল সন্ত্রাসীরা। মাদকসেবনে বাঁধা দেওয়ায় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রিপন মন্ডলের ওপরে সন্ত্রাসী হামলা হয়। হামলার নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের অতিদ্রুত আইনের আওতায় আনার দাবী জানান বিক্ষোভকারীরা।