“প্রাণ হারাচ্ছে সাপ, ব্যাঙ, কুইচ্যা, কাকড়া, শামুক-ঝিনুক॥গোয়ালন্দে পদ্মা নদীতে বিষ দিয়ে অবাধে মাছ শিকার” শিরোনামে গত ১১ই এপ্রিল দৈনিক ইনকিলাব পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই পূর্বক দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আগামী ২৯শে মে তারিখের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য গোয়ালন্দ ঘাট থানার ওসিকে নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখিত শিরোনামের সংবাদটি রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট ৩নং আমলী আদালতের গোচরীভূত হলে গত ১৭ই এপ্রিল আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ার বিষয়টি আমলে নিয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে উক্ত নির্দেশনা প্রদান করেন। আদালতের মিস কেস নং-০১/২০২৫।
আদালত মিস কেসে উল্লেখ করেন, গোয়ালন্দে পদ্মা নদীতে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মৎস্য, সাপ, ব্যাঙ, কুইচ্যা, কাকড়া, শামুক ঝিনুকসহ সকল জলজ প্রাণীকে হত্যা করা হচ্ছে যা বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর ৩(৩) (গ) ধারা এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষন বিধিমালা ১৯৮৫ এর বিধি ৬ মোতাবেক শাস্তিযোগ্য ফৌজদারী অপরাধ।
এমতাবস্থায়, ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৯০(১) (সি) ধারা মোতাবেক গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জকে উপরোক্ত সংবাদের সত্যতা যাচাই পূর্বক দায়ী ব্যক্তিদের চিহ্নিত করণসহ বিস্তারিত প্রতিবেদন আগামী ২৯শে মে তারিখের মধ্যে অত্র আদালতে দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তাসহ সকলকে তদন্তে সহায়তা করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
আদেশের অনুলিপি রাজবাড়ীর পুলিশ সুপার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার, গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রদান করা হয়েছে।