রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১০ই এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পহেলা বৈশাখ-১৪৩০ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুর আড়াইটায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা থানার ইন্সপেক্টর(তদন্ত) মোঃ ইফতে খারুল আলম, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব(মোনা বিশ্বাস), পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি, এসএন মেডিকেল সেন্টারের পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু, পরিসংখ্যন কর্মকর্তা মাহাবুব হোসেন ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
প্রস্তুতি সভায় মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, পাংশা উপজেলা প্রকৌশলী জাকির হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, শিক্ষা কর্মকর্তা কেএম নজরুল ইসলাম, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় পহেলা বৈশাখ-১৪৩০ উদযাপনে মঙ্গল শাভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।