ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
পাংশায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৪-১০ ১৫:৫৬:৩১

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ১০ই এপ্রিল সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২২-২০২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ-২ এর আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ,  রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাসুল ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ।
  অনুষ্ঠানে সিআইজিদের মধ্যে মোঃ ওসমান গনী, মোঃ আনছার আলী, কামরুল ইসলাম, সুমী আক্তার ও রাফেজা বেগম প্রমূখ বক্তব্য রাখেন। অতিথিবৃন্দ কৃষি ও কৃষকের উন্নয়নে সিআইজির গুরুত্বারোপ করেন।
  অনুষ্ঠানে পাংশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পাংশা পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের সিআইজি সদস্যগণসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

 

পাংশা উপজেলায় ভোট ৮ই মে॥চলছে জমজমাট প্রচারণা॥আলোচনায় চেয়ারম্যান প্রার্থী বুড়ো-ওদুদ
বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই॥চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
সর্বশেষ সংবাদ