রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারের নুরুল ইসলামের মুদি দোকানের পিছনে জুয়া খেলার আসর থেকে গতকাল ১০ই এপ্রিল দুপুরে ৪ বান্ডিল তাস ও নগদ ১ হাজার ৬২০ টাকাসহ ৯জন জুয়াড়ীকে ডিবি’র সদস্যরা গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা গ্রামের আজাদ খাঁ(৫৫), মুরাদ শেখ(৪৯), সুজাত মন্ডল(৩৪) ও বাচ্চু মোল্লা(৩৪), রাধাকান্তপুর গ্রামের শামসুল আলম(৫৮), ভবদিয়া গ্রামের আব্দুল সালাম(৫৬), গোপালবাড়ী গ্রামের জালাল মোল্লা(৫৫), দাদশী (কামাইলাকান্দ) গ্রামের সামাদ সরদার(৩৮) ও হরিহরপুর গ্রামের ওসমান শেখ(৩৮)।
রাজবাড়ী ডিবি সূত্র জানায়, উল্লেখিতরা উড়াকান্দা বাজারের নুরুল ইসলামের মুদি দোকানের পিছনে আসর বসিয়ে জুয়া খেলছিল। এমন তথ্যে গতকাল ১০ই এপ্রিল দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জুয়ার খেলা অবস্থায় হাতে-নাতে ৪ বান্ডিল তাস ও নগদ ১হাজার ৬২০ টাকাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।