ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
উড়াকান্দা বাজার থেকে ডিবি’র অভিযানে ৯জন জুয়াড়ী গ্রেপ্তার
  • আসাদুজ্জামান নুর
  • ২০২৩-০৪-১০ ১৫:৫৭:২৮

 রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারের নুরুল ইসলামের মুদি দোকানের পিছনে জুয়া খেলার আসর থেকে গতকাল ১০ই এপ্রিল দুপুরে ৪ বান্ডিল তাস ও নগদ ১ হাজার ৬২০ টাকাসহ ৯জন জুয়াড়ীকে ডিবি’র সদস্যরা গ্রেফতার করেছে। 
  গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা গ্রামের আজাদ খাঁ(৫৫), মুরাদ শেখ(৪৯), সুজাত মন্ডল(৩৪) ও বাচ্চু মোল্লা(৩৪), রাধাকান্তপুর গ্রামের শামসুল আলম(৫৮), ভবদিয়া গ্রামের আব্দুল সালাম(৫৬), গোপালবাড়ী গ্রামের জালাল মোল্লা(৫৫), দাদশী (কামাইলাকান্দ) গ্রামের সামাদ সরদার(৩৮) ও হরিহরপুর গ্রামের ওসমান শেখ(৩৮)।
  রাজবাড়ী ডিবি সূত্র জানায়, উল্লেখিতরা উড়াকান্দা বাজারের নুরুল ইসলামের মুদি দোকানের পিছনে আসর বসিয়ে জুয়া খেলছিল। এমন তথ্যে গতকাল ১০ই এপ্রিল দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জুয়ার খেলা অবস্থায় হাতে-নাতে ৪ বান্ডিল তাস ও নগদ ১হাজার ৬২০ টাকাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ