রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর মৌলভীঘাট এলাকায় পদ্মা নদীর পাড় থেকে হারুন বেপারী(৪০) নামের এক মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ১০ই এপ্রিল বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। এরপর সুরতহাল রিপোর্ট তৈরী করে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
জানা যায়, মৃত হারুন বেপারী সোনাকান্দর গ্রামের মৃত দারোগ আলী বেপারীর ছেলে। সে দীর্ঘ ৫/৬ বছর যাবত মানসিক প্রতিবন্ধী(পাগল) হয়ে একা একা বসবাস করত। তার দুই ছেলে আপন ও আদর এবং স্ত্রী নাসিমা ঢাকায় বসবাস করে। তাদের সাথে তার যোগাযোগ ছিল না।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মাদ শাহাদাত হোসেন জানান, সোনাকান্দর এলাকায় হারুন বেপারী নামের একজন মানসিক প্রতিবন্ধীর মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কলের মাধ্যমে এলাকাবাসী আমাদের জানায়। এরপর ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধারের পর সুরতহাল করা হয় এবং ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সে দীর্ঘ ৫/৬ বছর যাবত মানসিক প্রতিবন্ধী(পাগল) হয়ে একা একা বসবাস করত।