ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
কালুখালী উপজেলায় কৃষকদের সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত
  • ফজলুল হক
  • ২০২৩-০৪-১৩ ১৫:২৫:৫৮

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের ফেজ-২ প্রকল্পের(এনএটিপি-২) আওতায় কৃষকদের সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। 
  গতকাল ১৩ই এপ্রিল সকালে কালুখালী সরকারী কলেজের হলরুমে এ সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৭টি ইউনিয়নের ১৫০ জন সিআইজি সদস্য অংশ গ্রহণ করেন।
  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ।
  এ সময় তিনি পুষ্টিগুণ খাদ্য নিশ্চিতকরণ সম্পর্কে আলোচনা পূর্বক এনএটিপি প্রকল্পের বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবিত জাত নিয়ে সচেতনতামূলক কৃষক সংগঠনের উদ্দেশ্য তুলে ধরেন। 
  উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসা শাহ্ মোঃ সজীব, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নাঈমুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, সিআইজি সদস্য আজিজুল ইসলাম শাহ আজিজ, মোস্তফা কামাল, মোহাম্মদ আলী জিন্নাহ, আব্দুর রশিদ মোল্লা ও মঞ্জুয়ারা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। 

 

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ