ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • আসাদুজ্জামান নুর
  • ২০২৩-০৪-১৩ ১৫:৩৭:৪৪

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৩ই এপ্রিল সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা জেলা প্রশাসক ও কমিটির সভাপতি আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
  সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা আলহাজ্ব কাজী কেরামত আলী, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান ও সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চলনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোছাঃ মোরশেদা খাতুন।
  এ সময় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহাগ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নওয়াজিস রহমান বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইয়াছিন মোল্ল্যা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবায়েত মোঃ ফেরদৌস, জেলা তথ্য অফিসার রেখা, জেল সুপার আব্দুর রহিম ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
  সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, জেলার আইন-শৃঙ্খলার অবস্থা মোটামুটিভাবে ভালো আছে। কিছু কিছু কেস এখনো তদন্ত শেষ হয় নাই।  বানীবহের লতিফ ম্যাডার কেস দীর্ঘদিন হয়ে গেল কারা করেছে সেটি এখনো বের হচ্ছে না। তদন্ত পিবিআই করুক আর যারাই করুক আমরা বলবো পুলিশ সুপার মহোদয়ের কাছে। কারণ তিনি জেলার আইন-শৃঙ্খলা বাহিনী হেড। বানীবহ ম্যাডার কেস টার ঘটনাটি একটু শেষ করেন। শেষ না করলে একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। একটা লোককে গুলি করে মারলো এক বছরের উপরে হয়ে গেল তার কোনো কুল-কিনারা নাই।
  তিনি বলেন, যদিও স্বপ্নের পদ্মা সেতু চালু হয়েছে। ঘাটে গাড়ী ও যাত্রী চাপ কেমন হবে সেটি বুঝা যাচ্ছে না। তবে আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে যাত্রীরা যেন সষ্ঠু সুন্দর ভাবে পারাপার হতে পারে তার যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। পবিত্র ঈদকে কেন্দ্র করে ছিনতাই পকেটমার বৃদ্ধি পেয়ে থাকে এ বিষয়টি খেয়াল রাখতে হবে। সেই সাথে আবাসিক এলাকা দিয়ে ট্রাক কেন চলবে ট্রাক গুলো মেইন রোড দিয়ে চলাচলের ব্যবস্থা গ্রহণ করুন। 
  এমপি কাজী কেরামত আলী আরও বলেন, রাজবাড়ী রেলগেটে রেল লাইনের মধ্যে যে ফলের দোকান আছে এগুলো উঠিয়ে দিতে হবে। বাংলাদেশের কোথাও রেল লাইনের মধ্যে ফলে দোকান নাই আমার জানা মতে। রেল লাইনের মধ্যে কোনো দোকানপাট কিছু থাকবে না। কারণ যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
  তিনি আরও বলেন, ইউনিয়ন পর্যায়ে যারা সারের ডিলার রয়েছে তারা যথা সময়ে সার তুলে না। আমার কাছে অভিযোগ আসে যারা সারের ডিলার তারা সার বিক্রি না করে বলে অন্য লোক বিক্রি করছে। এ বিষয়টি মিনিটরিং করা অত্যন্ত জরুরি বলে মনে করি। তবে যথা সময়ে সার, বীজ কীটনাশক দেওয়ার কারণে দেশে আল্লাহর রহমতে ফসলের  বাম্পার ফলন হয়েছে। কৃষিতে আমাদের জোর দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় বলছেন একটু জমিও অনাবাদি রাখা যাবে না। অন্য জেলাতে কি হলো না হলো সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের রাজবাড়ীর পাঁচটি উপজেলাতে যেন জমি অনাবাদি না থাকে সেদিকে নজর দিতে হবে। 
  জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, নববর্ষ পালনে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। নববর্ষ বাঙালির সাবজনীন উৎসব। নববর্ষ পালন নিয়ে অনেক যড়যন্ত্র হয়ে থাকে। আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে সেই সাথে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
  তিনি আরও বলেন, গতকাল আমরা দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপনা নিয়ে মিটিং করেছি। পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সকল মালবাহী ট্রাক পারাপার ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন বন্ধ থাকবে। ১৭ থেকে ২৭ তারিখ পর্যন্ত সকল বালুবাহী বাল্বহেড বন্ধ থাকবে। 
  জেলা প্রশাসক বলেন, ঈদের সময় দ্রব্যমূল্যের দাম যেন বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। দ্রব্যমূল্যের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে। বর্তমানে তাপদাহ চলছে অগ্নিকান্ড যেন না ঘটে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মার্কেট দোকানপাট বাড়ীতে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি হাতের কাছে রাখতে হবে এবং সেটির ব্যবহার জানতে হবে। 
  পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, অপ্রিয় হলেও একটি সত্য কথা এই আইন-শৃঙ্খলা কমিটির কোনো সদস্য আজ পর্যন্ত বলেন নাই, যে ওই জায়গাতে মাদক আছে। আমরা যেটাকে বলি সোর্সিং। আমাদের কিন্তু সোর্সকে পে করে তথ্য নিতে হয়। আমার মনে হয় পৃথিবীতে এমন দেশ কম আছে যেখানে সমাজের ভালোর জন্য মাদক, সন্ত্রাস, জঙ্গি ধরতে আমি কাজ করবো তথ্যের জন্য পে করতে হবে। অথচ দেশে কত মানুষ আমরা সবাই কম বেশি জানি আমার আশেপাশে কি হচ্ছে আমরা সেটি জানাই না। সাধারণ মানুষ হিসেবে আমার আপনার যে নাগরিক দায়িত্ব আমরা সেটি পালন করি না? আমরা বলি যখন নিজে সমস্যার সম্মুখীন হয়। তবে সেটিও ঘুরিয়ে ফিরিয়ে।
  তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ বিভিন্ন জায়গায় অনুষ্ঠানাদী হবে আপনাদের সবার কাছে অনুরোধ আমাদের সহযোগিতা করুন। কোনো কিছু যদি আপনারা টের পান বা জানেন আমাদের জানাবেন। সবাই যদি একটু সচেতন থাকেন তাহলে আইন-শৃঙ্খলাসহ সকল সমস্যা খুব সহজেই মোকাবেলা করা সম্ভব। আপনারাই বলেছেন আমাদের জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। পাশ্ববর্তী জেলাতে বাস ডাকাতি, রোড ডাকাতি হয়েছে। কিন্তু আমার জেলাতে অনেক দিন হলো এমনটি হয় নাই। আর যা হয়েছে আমরা সে গুলো ডিটেক্ট(শনাক্ত) করতে পেরেছি। কালুখালীতে রাস্তায় গাছ ফেলে ঢাকা থেকে বিদেশ ফেরত প্রবাসী যাত্রীর মোবাইল ও টাকা পয়সা নিয়ে গিয়ে ছিল, আমরা কিন্তু ডিটেক্ট করেছি ওয়ান সিক্সটিফোর হয়েছে। পহেলা বৈশাখ ও ঈদকে ঘিরে আমাদের পর্যাপ্ত ডিপ্লাইমেন্ট থাকবে। আপনাদের জেলা উপজেলা শহর গ্রাম যার যার জায়গা থেকে ভূমিকা থাকা উচিত। আমরা দেখেছি ছোটবেলায় পাহারার ব্যবস্থা থাকতো। মার্কেট কমিটি, বিভিন্ন সমিতি পাড়া মহল্লায় সবাই যদি এই পাহারার ব্যবস্থা করেন আমরা আরও বেশি ভালো থাকতে পারবো। 

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ