ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
  • আসাদুজ্জামান নুর
  • ২০২৩-০৪-১৪ ১৬:৪৫:৩৯

রাজবাড়ীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে বাঙালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপন করেছে জেলা প্রশাসন। 
  দিবসটি উপলক্ষে গতকাল ১৪ই এপ্রিল সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্ত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক হয়ে পান্না চত্ত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
  জেলা শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ শিশু একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সমবেত ও একক সঙ্গীত, নৃত্য, নাটক ইত্যাদি পরিবেশিত হয়। 
  শোভাযাত্রায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, জেলা প্রশাসকের সহধর্মিনী জিনাত আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নূরজাহান আক্তার সাথী, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঐতিহ্যবাহী বাঙালি পোশাক বাহারী শাড়ী-পাঞ্জাবী পরে রং-বে রঙের প্লেকার্ড, ফেস্টুনসহ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে।  
  এছাড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 
  পুরস্কার বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। 
  রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, পহেলা বৈশাখ বাঙালীর জীবনে অত্যন্ত একটি আনন্দের উৎসব। এ উৎসবে আমি আমার নির্বাচনী এলাকার সকল ভাই বোনদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। সেই সাথে রাজবাড়ীবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এসময় তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।
  জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বাংলা নববর্ষ হচ্ছে বাঙালীর সার্বজনীন ও অসাম্প্রদায়িক একটি প্রধান উৎসব। নববর্ষের মাধ্যমে বাঙালী জাতি এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করবো। তথা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়বো।
  পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, পবিত্র রমজান মাস চলছে তারপরেও আমরা এই আয়োজনে সামিল হয়েছি। সবাইকে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বৈশাখের এই উদ্দীপনা সামনে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দীপ্ত পদভারে এগিয়ে যাবো এটাই আজকের দিনের প্রত্যাশা। 
  উল্লেখ্য, পবিত্র রমজান মাস ও শুক্রবার জুম্মার দিন হওয়ায় সীমিত পরিসরে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ