এক ডজন মামলার আসামী মোঃ মশিউর রহমান মিথুন মোল্লা(২৬) ও মোঃ হাবিব শেখ(২৯) নামের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি।
গতকাল ১৪ই এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাব এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
মিথুন মোল্লা রাজবাড়ী শহরের সজ্জনকান্দা ৫নং ওয়ার্ডের মোঃ রহমত মোল্লার ছেলে। আর মোঃ হাবিব শেখ শ্রীপুর এলাকার মোঃ জব্বার শেখের ছেলে। এর মধ্যে মিথুন মোল্লা হত্যাসহ ১২টি মামলার আসামী বলে জানা গেছে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার(ডিবি’র) ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়ক থেকে মিথুন ও তার সহযোগী হাবিব শেখকে গ্রেপ্তার করে। এ সময় মিথুনের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি সুইচ গিয়ার ছুরি, একটি ১২ বোর কার্তুজ ও একটি নম্বর বিহীন মোটর সাইকেল জব্দ করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক,নারী ও শিশু নির্যাতনসহ ১২টি মামলা রয়েছে।
মিথুন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং এর সদস্য এর বলে জানা গেছে।