কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলামের সাথে গত ১৪ই এপ্রিল সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে কাতারস্থ ফেনী সমিতি।
এ সময় সংগঠনের সভাপতি শাখাওয়াত খান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সমিতির উপদেষ্টা মোহাম্মদ হারুন কামাল উদ্দিন, আনোয়ার হোসেন, সহ-সভাপতি জাকির হোসেন বাবু, আইনুল কবির বাবু, ওমর শরীফ, কামরুল হোসেন নিলয়, জাহাঙ্গীর আলম, জাহনে আলম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল হক, জাফর উল্লাহ ও হাবিব উল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতকালে রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম ব্যবসায়ীদের বড় ধরনের বিনিয়োগ করার জন্য উৎসাহ প্রদান করেন এবং দেশটির আইন কানুন মেনে চলার আহবান জানান।