ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
  • আসাদুজ্জামান নুর
  • ২০২৩-০৪-১৭ ১৬:০৯:৪৮

 পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীতে গরীব, অসহায়, দুঃস্থ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে খাদ্য সামগ্রী দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রকৃতি ও জীবন ক্লাব। 
  গতকাল ১৭ই এপ্রিল বেলা ১১টায় শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রকৃতি ও জীবন ক্লাব রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে ৩২০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 
  এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- পরিবার প্রতি চাল ৬ কেজি, মশুরীর ডাল দেড় কেজি, সয়াবিন তেল ১লিটার এবং স্থানীয়ভাবে চিনি ১ কেজি, ১ প্যাকেট লবণ ও ১ প্যাকেট সেমাই।
  খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নুরুজ্জামান সভাপতিত্বে এবং ক্লাবের রাজবাড়ী জেলা শাখার সমন্বয়ক ও চ্যানেল আই এর রাজবাড়ী জেলা প্রতিনিধি খান মোহাম্মদ জহুরুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ সালাহউদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব ও সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন। 
  এ সময় শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহাফুজা খাতুন মলিসহ রাজবাড়ীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
  উল্লেখ্য, ২০০৯ সালে ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ শ্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় ইমপ্রেস গ্রুপের অলাভজনক প্রতিষ্ঠান ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’। বর্তমানে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ