পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ)-এর উদ্যোগে গতকাল ১৮ই এপ্রিল সকাল ১১টায় রাজবাড়ীতে দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স(এনসিটিএফ) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী অফিসার্স ক্লাবে এসব শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
অনুষ্ঠানে এনসিটিএফ-এর মুহতাসিমুল হক তাফসিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা, কালুখালী উপজেলার মাঝবাড়ী জাহানারা বেগম ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার আক্তারুজ্জামান তরু, এনসিটিএফ রাজবাড়ী জেলা ভলেন্টিয়ার সাদমান সাকিব রাফি, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাদিয়া জামান বক্তব্য রাখেন।
এ সময় এনসিটিএফ রাজবাড়ীর কার্যনির্বাহী কমিটি সদস্য সিথী, মোনালিসা, হৃদ, মাইসা, ফাহাদ ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এনসিটিএফ রাজবাড়ীতে দীর্ঘ ১১বছর ধরে সুবিধা বঞ্চিত শিশু, চর অঞ্চলের শিশু এবং দৌলতদিয়ার বিশেষ অঞ্চলের শিশুসহ পথশিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে আসছে।