ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ী রেলওয়ে ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
  • আসাদুজ্জামান নুর
  • ২০২৩-০৪-২০ ১৭:৩০:১১

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে গত ১২ই এপ্রিল দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেটের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাজবাড়ী শহরের রেলওয়ে ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। 

  রাজবাড়ী জজ কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মোস্তফা সিরাজুল কবীর স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ায় তার জায়গায় ইমামতি করবেন রাজবাড়ী জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মাওলানা আবু সাঈদ ত্যাইয়াবী। 
  জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় বিগত সভার কার্যবিবরনী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা। 
  এ সময় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহাগ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইয়াছিন মোল্ল্যা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবায়েত মোঃ ফেরদৌস, জেলা তথ্য অফিসার রেখা, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
  প্রধান জামাতে সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ