ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
দাদশীতে নিয়ন্ত্রণ হারিয়ে আমগাছে মোটর সাইকেলের ধাক্কায় ২জন আরোহী নিহত
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-০৪-২৬ ১৭:৩১:২৯

 রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের নিজাতপুর গ্রামে গত ২৫শে এপ্রিল দুপুর আড়াইটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে আমগাছের সাথে মোটর সাইকেলের ধাক্কায় ২জন নিহত হয়েছে। 
  নিহতরা হলো- দাদশী ইউনিয়নের ধুলদী কেষ্টপুর গ্রামের নজর আলী খানের ছেলে মিলন খান(৩০) ও একই ইউনিয়নের হোসনাবাদ গ্রামের আকবর মন্ডলের ছেলে ফকের মন্ডল(৪৫)। মিলন সেলুনে নর সুন্দরের কাজ এবং ফকের কৃষি কাজ করতো।
  স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে মিলন ও ফকের মোটর সাইকেল নিয়ে গ্রামের পাকা রাস্তা দিয়ে বড়দোয়াল থেকে কামালপুরের দিকে যাচ্ছিল। পথে নিজাতপুর গ্রামে সাবেক ইউপি সদস্য শাখাওয়াত হোসেনের বাড়ীর সামনে এলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আমগাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে মাথায় ও বুকে আঘাত লেগে মিলন ও ফকের গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দু’জনকেই ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়। ঢাকা নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
  দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ