ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বরাটের ছাত্রলীগ সভাপতি সবুজ হত্যা মামলায় গ্রেফতারকৃত ২জনের আদালতে স্বীকারোক্তি
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-০৪-২৭ ১৫:৫২:০০

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজ (২৮)কে গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ গত ২৬শে এপ্রিল রাত ১১টার দিকে আজিজুল ইসলাম যুবরাজ নামে আরো একজনকে গ্রেফতার করেছে। 
  এ নিয়ে সুমন হত্যা মামলায় ২জনকে গ্রেফতার করলো পুলিশ। গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলে জানা গেছে।
  গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ী গ্রামের দিরাজ আলী শেখের ছেলে গোলাম মোস্তফা(৩৪) ও হাউলি জয়পুর এলাকার আলমগীর হোসেনের ছেলে আজিজুল ইসলাম যুবরাজ। এদের মধ্যে মোস্তফা পেশায় একজন ভ্যাটেনারী পল্লী চিকিৎসক। গত ২৫শে এপ্রিল দিবাগত রাতে গোপালবাড়ী গ্রামে নিজ বাড়ী থেকে পুলিশ মোস্তফাকে গ্রেফতার করে।  
  মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুজ্জামান শিকদার বলেন, হত্যাকান্ডের সব রহস্য জানতো মোস্তফা। যে অস্ত্র দিয়ে সুমনকে গুলি করা হয়েছে সেই অস্ত্রটি সোহেল নামের এক ব্যক্তি নিপু নামের এক ব্যক্তিকে দেয়। নিপু সেটি আবার মোস্তফার কাছে রাখে। পরে মোস্তফার কাছ থেকে অস্ত্রটি নিয়ে সন্ত্রাসীরা এ হত্যাকান্ড ঘটায়। মোস্তফা হত্যাকান্ডের মাস্টারপ্ল্যানের সাথে জড়িত।
  তিনি আরও বলেন, গত ২৬শে এপ্রিল বেলা ১টার দিকে মোস্তফাকে আদালতে তোলা হয়। সেখানে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় মোস্তফা। জবানবন্দি শেষে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আদালত থেকে বের করা হয়। এরপর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
  রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান খান জানান, ছাত্রলীগ নেতা সুমন হত্যা মামলায় জেলা পুলিশসহ গোয়েন্দা শাখার সদস্যরা যৌথভাবে কাজ করে যাচ্ছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযাগে গত ২৬শে এপ্রিল রাতে যুবরাজকে গ্রেফতার করা হয়। গতকাল ২৭শে এপ্রিল তাকে আদালতে প্রেরণ করা হলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
  ডিবির ওসি আরও জানান, পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তার এবং ঈদকে সামনে রেখে উড়াকান্দায় গল্পগৃহ রিসোর্টে (ইউকে বিচ) বাচ্চাদের বিনোদনের জন্য ডিজিটাল বৈদ্যুতিক নৌকার ব্যবসার টাকা ভাগাভাগির জন্য এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।
  উল্লেখ্য, গত ২৩শে এপ্রিল দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের শামসুল আলম শেখের ছেলে বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সুমন সবুজকে নিজ বাড়ীতে ঘরের মধ্যে গুলি করে ৩০/৩৫ জনের এক দল দুর্বৃত্ত। ওই দিনই রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সুমন মারা যায়। এ ঘটনায় নিহত সুমন বন্ধু সজীব গুলিবিদ্ধ হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
  এ হত্যাকান্ডের ঘটনায় গত ২৫শে এপ্রিল বিকেলে নিহত সুমনের পিতা শামসুল আলম বাদী হয়ে অজ্ঞাতনামা ৪০/৪৫ জনকে আসামী করে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তবে এ খবর লেখা পর্যন্ত হত্যাকান্ডে ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ