রাজবাড়ী পৌর শহরের ভবানীপুরে হাঁস-মুরগি ও ছাগলের খামারে অগ্নিকান্ডে তানিয়া আক্তার(২৮) নামে এক হতদরিদ্র নারী উদ্যোক্তার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল ২৮শে এপ্রিল ভোরে তার খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তার প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকান্ডে তানিয়ার ১টি দোচালা টিনের ঘর, খামারে থাকা ৩টি ছাগল ও শতাধিক দেশী মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া তার খামারের ৮টি ছাগলের শরীরের দুই তৃতীয়াংশ পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তা তানিয়া আক্তার বলেন, পড়াশোনা শেষ করে সংসারের হাল ধরতেই তিনি দীর্ঘদিন যাবত হাস-মুরগি ও একটি ছাগলের খামার গড়ে তোলেন। এ খামার থেকে যা আয় হয় তা দিয়েই তিনি তার সংসার চালিয়ে আসছেন। তিল তিল করে গড়ে তোলা স্বাবলম্বী হয়ে উঠার শেষ সম্বল আজ পুড়ে ছাই হয়ে নিঃস্ব হয়ে গেছে তার স্বপ্ন।