রাজবাড়ী জেলার কালুখালীতে উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গতকাল ২৮শে এপ্রিল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় র্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে থানা সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলীউজ্জামান চৌধুরী টিটো।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ এনায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম নাসিম আখতার, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মদাপুর ইউপির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজনু, রহমাতুন্নেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান তছির মোল্লা ও আঃ লতিফ প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো সরকারী আইনী সহায়তা বা সেবা সম্পর্কে জনগনকে সচেতনমূলক বিস্তারিত আলোচনা করেন।