ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৫-০৩ ১৫:৫৪:৩৩

 আক্তার হোসেন আহ্বায়ক ও রাকিবুল হাসান মানিককে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
  গত ১লা মার্চ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াহিয়া খান এহিয়া ও সদস্য সচিব আবু সাইদ মন্ডল ২১ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির অনুমোদন দেন।
  এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সুলতান হোসেন লিখন ও সদস্য শাহ্ নেওয়াজ আবির ফিডেলসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল বলেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের দিকনির্দেশনায় উপজেলার ৪টি ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি করা হবে। এর মধ্যে উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন করা হলো। আমরা পর্যায়ক্রমে অতি দ্রুত আরো বাকি ৩টি ইউনিয়নে কমিটি গঠন করবো। 
  তিনি আরও বলেন, আগামী দিনের আন্দোলন সংগ্রামে এরা অগ্রণী ভূমিকা পালন করবে এবং বিএনপির হাতকে আরো শক্তিশালী করবে।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ