রাজবাড়ীতে প্রতিশ্রুত ঔষধ পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে গতকাল ৩রা মে ২টি ফার্মেসীকে ১০ হাজার ৫শত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
প্রতিষ্ঠান দুটি হলো- রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের সুফিয়া মেডিকেল হল ও রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি শপ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, গতকাল ৩রা মে বিভিন্ন স্থানে বাজার তদারকি অভিযান চালানো হয়। অভিযানে প্রতিশ্রুত ঔষধ পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে গোয়ালন্দ মোড়ে সুফিয়া মেডিকেল হলকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি শপকে ৫শত টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, রাজবাড়ী জেলা প্রশাসন ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহায়তায় এবং জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ ও সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টরের অংশগ্রহণে এ বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তার এ কর্মকর্তা।