ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
বসন্তপুরে কৃষকের ধান কেটে বাড়ী পৌঁছে দিল কৃষক লীগ
  • আশিকুর রহমান
  • ২০২৩-০৫-০৪ ১৪:০৬:২৫

 মাঠে বোরো ধান পেকে গেলেও শ্রমিক সংকটের কারণে তা কাটতে পারছিলেন না রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের কৃষক মোহাম্মদ আলী। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে কৃষক লীগ।
  গতকাল ৪ই মে সকালে জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কার খানের নেতৃত্বে এ কৃষকের ৫০ শতাংশ জমির ধান কেটে দেন কৃষক লীগের নেতাকর্মীরা। বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় কৃষক লীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকার ভোগী কৃষক মোহাম্মদ আলী।
  জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কার খান বলেন, এ বছরে দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হলেও তীব্র গরম, শ্রমিক ও আর্থিক সংকট এবং কালবৈশাখী ঝড়ে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েন কৃষকরা। তাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য বলেছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে রাজবাড়ী জেলা কৃষক লীগ কৃষকদের পাশে দাঁড়িয়েছে। আজ তীব্র গরমের মধ্যে কৃষক মোহাম্মদ আলীর ক্ষেতের পাকা ধান কেটে তার ঘরে পৌঁছে দিয়েছি। পর্যায়ক্রমে জেলার পাঁচ উপজেলার কৃষকদের ধান কেটে দেয়া হবে।
  কৃষক মোহাম্মদ আলী বলেন, আমার ৫০ শতাংশ জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। বিনা পারিশ্রমিকে কৃষকলীগের নেতাকর্মীরা আজ আমার জমির ধান কেটে দিয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
  ধান কাটা কার্যক্রমের সার্বিক তত্বাবধায়নে ছিলেন রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি দেওয়ান মোঃ ফিরোজ।
  ধান কাটা কার্যক্রমে সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরজু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, সহ-সভাপতি রাজু আহমেদ, আব্দুল মতিন, বসন্তপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবি, সাধারণ সম্পাদক মির্জা মোঃ আরজু, কৃষক লীগ নেতা মোঃ দারোগ আলী, মোঃ মাইনদ্দিন ও কাজী লুৎফর রহমানসহ কৃষক লীগের বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।

 

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ