রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গত ৬ই মে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল আলম মৃধা, পাংশা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী, পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদারসহ পাংশা উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার সাংগঠনিক অবস্থা তুলে ধরেন।
প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম কলিমহর ইউপির হোসেনডাঙ্গায় মিজানুর রহমান মাস্টার হত্যাকান্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজী ও মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দলীয় নেতৃবৃন্দকে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন। একই সাথে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণে দলীয় নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা রাখার গুরুত্বারোপ করেন সংসদ সদস্য। সভায় পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।