ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার জব্দ॥গ্রেপ্তার-৫
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৫-০৭ ১৫:৪৬:৩৬

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১টি ড্রেজিং মেশিনসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 এরা হলো, নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার পূর্বগ্রাম (দক্ষিনপাড়া) এলাকার মৃত আঃ নুর বেপারীর ছেলে আক্তার হোসেন বেপারী(৪৭), রাজবাড়ী সদর উপজেলার কাকিলদাইর এলাকার আতর আলী শেখের ছেলে শহিদুর রহমান (৫০), গোয়ালন্দ উপজেলার মজিদ শেখের পাড়া এলাকার মৃত মাখন কীর্তনীয়ার ছেলে জগদীশ সরকার (৫০), দৌলতদিয়া বাজার এলাকার মৃত আঃ রশিদ বেপারীর ছেলে আবুল কালাম আজাদ (৪২) ও পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার নদমুল্ল্যা এলাকার মৃত মালেক শিকদারের ছেলে আরিফ শিকদার(৪৭)।

থানা পুলিশ সূত্রে জানায়, গত ৫ই মে বিকালে উপজেলার উজানচর ইউনিয়নের চর কর্নেশন নামক স্থান হতে অনুমান ১ কি.মি পূর্বপাশে পদ্মা নদীর মধ্যে হতে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করায় উল্লেখিতদের গ্রেফতার করাসহ বালু উত্তোলনের ব্যবহৃত ১টি অবৈধ ইঞ্জিন চালিত ড্রেজিং মেশিন ও ৭০ মিটার পাইপ জব্দ করা হয়। 

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ