ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
বালিয়াকান্দির নবাবপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু॥বহরপুরে নারী আহত
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৫-১০ ১৮:০৯:৩৭

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিল পাকুরিয়া গ্রামে লিচু বাগান দেখতে গিয়ে গতকাল ১০ই মে বিকালে বজ্রপাতে ইমদাদুল জোয়াদ্দার (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

ইমদাদুল জোয়াদ্দার ওই গ্রামের সামাদ জোয়াদ্দারের ছেলে। সে এক কন্যা সন্তানের জনক।

নিহতের স্বজনেরা জানান, গতকাল ১০ই মে বিকাল ৪টার দিকে ইমদাদুল নিজ বাড়ী থেকে লিচু বাগান দেখার জন্য বের হয়। এ সময় ঝড়ো বৃষ্টি শুরু হলে সে বাড়ীর ফেরার উদ্দেশ্যে দৌঁড় দেয়। হঠাৎ বজ্রপাত পড়লে ইমদাদুল গুরুতর আহত হয়। দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, বজ্রপাতে একই উপজেলার বহরপুর ইউনিয়নের খালকুলা গ্রামে রূপালী বেগম (২৬) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছে। সে ওই গ্রামের আকমল শেখের স্ত্রী। বর্তমানে সে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। 

আহত রূপালীর মা হাসিনা বেগম বলেন, আমি আমার ২ মেয়ে ও নাতিসহ ঘরের বারান্দায় বসে ছিলাম, হঠাৎ করে বিদ্যুৎ চমকালে আমি রুপালীকে ঘরে পাঠিয়ে দিই। ঘরে গিয়ে সে অসুস্থ হয়ে পরে। 

কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম বলেন, রূপালীকে আমরা পর্যবেক্ষণে রেখেছি।

১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
রাজবাড়ী শহরের রেলওয়ে মাঠে জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা
বড় কাভার্ড ভ্যান চালকদের গলার কাঁটা নতুন ৬ ফেরী!