ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে দুই দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৫-১২ ১৩:৪৫:২৭

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল ১১ই মে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে দুই দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া ক্লাব ও একাডেমী পর্যায়ের ৪টি বালক দল এ টুর্ণামেন্টে অংশ গ্রহণ করে।
প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূর্বণা রানী সাহার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম দুলাল ও রাজবাড়ী সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগর বক্তব্য দেন।
এসময় জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজসহ জেলার বিভিন্ন ক্রীড়া ক্লাব ও প্রতিষ্ঠানের ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ