ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
বালিয়াকান্দিতে ডিবির অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪জন গ্রেফতার
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৫-১৩ ১৯:১৯:২৯

রাজবাড়ী জেলার বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে গাঁজা ও ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 গত ১২ই মে রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো, ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত ছব্দাল মন্ডলের ছেলে মোঃ আনোয়ার হোসেন ওরফে লম্বু আনোয়ার (৪৫), মৃত কোবেদ আলী শেখের ছেলে মোঃ সুজন শেখ ওরফে সুজন মাঝি (৪১), নারায়নপুর গ্রামের মোঃ আলাউদ্দিন মীরের ছেলে মোঃ ইকবাল হোসেন (২৮) ও বারমল্লিক গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে মোঃ বিল্লাল শেখ (৩৬)।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান খান জানান, গ্রেফতারকৃত আসামীদের মধ্যে লম্বু আনোয়ার ও সুজন মাঝি এলাকার চিহ্নিত সন্ত্রাসী। আনোয়ারের বিরুদ্ধে হত্যা মামলা, পুলিশকে আক্রান্ত, চাঁদাবাজি, ভুয়া পুলিশ, নারী নির্যাতনসহ ৮টি এবং সুজন মাঝির বিরুদ্ধে ৪ টি মামলা রয়েছে। মামলাগুলো আদালতে বিচারাধীন। গ্রেফতারকৃত ইকবাল ও বিল্লালকে মাদক সেবনের কারণে গ্রেফতার করা হয়।

 গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৫পিছ ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজাসহ ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ