ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দে ডিবির অভিযানে ৫০পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৫-১৪ ১৪:৫১:০২

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার শামছু মাষ্টারপাড়া এলাকা থেকে গত ১৩ই মে দিবাগত রাত পৌনে ৯টার দিকে ৫০পিস ইয়াবাসহ সাগর খান (২৬) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

 গ্রেফতারকৃত সাগর খান গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের আকবর আলী খানের ছেলে।

রাজবাড়ী ডিবি পুলিশের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান খান জানান, গত ১৩ই মে রাতে গোয়ালন্দ উপজেলার শামছু মাষ্টারপাড়ায় আশা অফিস সংলগ্ন জনৈক মজিবর মোল্লার মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর ইয়াবা বিক্রির সময় সাগরকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। 

এ ব্যাপারে গোয়ালন্দঘাট থানায় সাগরের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ