ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
গোয়ালন্দে ডিবির অভিযানে ৫০পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৫-১৪ ১৪:৫১:০২

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার শামছু মাষ্টারপাড়া এলাকা থেকে গত ১৩ই মে দিবাগত রাত পৌনে ৯টার দিকে ৫০পিস ইয়াবাসহ সাগর খান (২৬) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

 গ্রেফতারকৃত সাগর খান গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের আকবর আলী খানের ছেলে।

রাজবাড়ী ডিবি পুলিশের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান খান জানান, গত ১৩ই মে রাতে গোয়ালন্দ উপজেলার শামছু মাষ্টারপাড়ায় আশা অফিস সংলগ্ন জনৈক মজিবর মোল্লার মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর ইয়াবা বিক্রির সময় সাগরকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। 

এ ব্যাপারে গোয়ালন্দঘাট থানায় সাগরের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ