ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
রাজবাড়ী সদরের বানিবহে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধান কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৫-১৫ ১৪:৪৬:৫১

রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের সৈয়দ পাঁচুরিয়া গ্রামে গতকাল ১৫ই মে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় স্থাপিত বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীতে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধান কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ৮৯জন উপকার ভোগীর ৫০ একর জমির বোরো ধান কর্তনের শুভ উদ্বোধন করেন।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলার পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) নূরজাহান আক্তার সাথী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান ও বানিবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ শেফালী আক্তার বক্তব্য দেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে জেলা কৃষকলীগের সদস্য আব্দুল হক মন্ডল দারোগালী, কৃষক প্রতিনিধি মোঃ আবুল হোসেন, সদর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ মতিন মিয়া, বানিবহ ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল শুকুর মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসালিটিস কর্মকর্তা মোঃ নাজিউর রহমান।

 

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ