ঢাকা সোমবার, জুলাই ২৮, ২০২৫
রাজবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় চাকায় পৃষ্ট হয়ে মোটর সাইকেল চালক নিহত
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৫-১৫ ১৪:৫২:৩৮

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলা প্রাণী সম্পদ অফিসের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিপন সরদার (২৩) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে।

গতকাল ১৫ই মে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে রাজবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ ভবানীপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রিপন সরদার শহরের নতুন বাজারের একটি থাই গ্লাস দোকানের কর্মচারী ও রাজবাড়ী সদর উপজেলা বরাট ইউনিয়নের মতিয়াগছি গ্রামের আব্দুল জলিল সরদারের পুত্র।

 প্রতক্ষ্যদর্শীরা জানান, কার্ভার ভ্যানটি নতুন বাজারের দিক থেকে বড়পুলের দিকে আসার সময় প্রাণী সম্পদ অফিসের সামনে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিকটে পরলে মোটর সাইকেলের চালক কাভার্ড ভ্যানের চাকার নীচে পরে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরবর্তীতে এলাকার লোকজন কাভার্ড ভ্যানটি রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামের সামনে থেকে চালকসহ আটক করে পুলিশের সোপর্দ করে ।

পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সুপারের নির্দেশ
রাজবাড়ী সদর উপজেলার মুচিদহে কৃষক আমজাদকে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জে স্কেটিং ও রোল বল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ