ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
রাজবাড়ীর রামপুরে অর্থনৈতিক অঞ্চল “রাজবাড়ী পদ্মা ইজেড” এর অনুমোদনের আবেদন করলেন ডিএম মজিবর
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৫-১৫ ১৪:৫৩:৪৩

শিল্পায়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রামপুরে প্রায় ১২৫ একর জমির উপর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে “রাজবাড়ী পদ্মা ইজেড” নামে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন জেলার বিশিষ্ট ব্যবসায়ী এসইবিএল গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী ডিএম মজিবর রহমান।

গতকাল ১৫ই মে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এ অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠার অনুমোদনের জন্য আবেদন করেন জেলার বসন্তপুরের কৃতি সন্তান প্রকৌশলী ডিএম মজিবর রহমান।

রাজবাড়ী পদ্মা ইজেড নামক অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠিত হলে হাজার হাজার মানুষের কর্মস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি জেলায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে জানান প্রকৌশলী ডিএম মজিবর রহমান।

বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
রাজবাড়ীতে ভূমি ব্যবস্থাপনা  বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা-রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন
সর্বশেষ সংবাদ