বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের আওতায় রাজবাড়ীতে বাল্য বিবাহ বিরোধ কমিটির সাথে বাল্য বিবাহ বিরোধ আইন, শিশু সুরক্ষা ও জেন্ডার সমতা বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৭ই মে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে এ রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক, (সার্বিক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, রুটিন দায়িত্ব) সূবর্ণা রানী সাহা।
কর্মশালায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আজমীর হোসেন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দীলিপ কুমার কর, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রহিম, জেলা তথ্য অফিসার রেখা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় সঞ্চালনা করেন ও বিষয়ভিত্তিক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের জেলা সমন্বয়ক জেরিন আফরোজ।
এ সময় জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, নিকাহ রেজিষ্টারগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সূবর্ণা রানী সাহা বলেন, বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই ভবিষ্যত প্রজন্মকে স্মার্ট, মেধাসম্পন্ন, সুস্থ ও কর্মঠ স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আর সেই লক্ষ্যকে বাস্তবায়ন করতেই বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সহায়তায় সরকার দেশের সকল জনগোষ্ঠীকে সচেতর করতে বিভিন্ন কর্মসূচী নিয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলায় ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে জেলা প্রশাসন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় রাজবাড়ীতে বাল্য বিবাহ বিরোধ কমিটির সাথে বাল্য বিবাহ বিরোধ আইন ২০১৭, বিধিমালা ২০১৮, শিশু সরক্ষা ও জেন্ডার সমতা বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষান কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। আমি আশা করি যারা পূর্বে ও বর্তমানে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানসহ তাদের যেসব জায়গায় বাল্য বিবাহ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ প্রতিরোধে কাজ করার সুযোগ রয়েছে। আপনারা সেখানে কাজ করবেন। তবেই আমরা সম্মেলিত প্রচেষ্টার মাধ্যমে রাজবাড়ীকে বাল্য বিবাহমুক্ত জেলা করতে পারব। যা আমাদেরকে ২০৪১ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট উন্নত বাংলাদেশ গড়তে সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি।
উল্লেখ্য, কর্মশালায় বাল্য বিবাহ বিরোধ আইন ২০১৭, বিধিমালা ২০১৮, শিশু সরক্ষা ও জেন্ডার সমতাসহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন করা হয়।