ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৫-১৭ ১৮:৩৪:০৪

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল ১৭ই মে বিকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রেজাউল হক রেজা, হেদায়েত আলী সোহরাব, সাবেক সহ-সভাপতি প্রফেসর ফকরুজ্জামান মুকুট, যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, এডঃ শফিকুল আজম মামুন, সদস্য আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রমজান আলী খান, সাধারণ সম্পাদক শেখ ওহিদুজ্জামান, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফি, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মিয়া সোহেল, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা চৌধুরী তন্বী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, কৃষক লীগের আহবায়ক আবু বক্কর খান, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিন শেখ, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ প্রমুখ বক্তব্য রাখেন।

 সভায় উপস্থাপনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ শফিকুল হোসেন। এ সময় জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

 জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম তার বক্তব্যে বলেন, আজ আমাদের নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৮১ সালের ১৭ই মে সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি দীর্ঘ ৬ বছর নির্বাসন শেষে প্রিয় স্বদেশ ভূমিতে প্রত্যাবর্তন করেন। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট কালরাতে নরঘাতকরা ইতিহাসের নৃশংসতম হত্যাকান্ডের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। এ সময় বিদেশে থাকার কারণে মহান আল্লাহর অশেষ রহমতে জাতির পিতার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা বেঁচে যান। বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুন্ঠিত করে বাঙ্গালী জাতির অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখি ষড়যন্ত্র করে ঘাতক গোষ্ঠী। বাঙ্গালী জাতির জীবনে নেমে আসে বিভিষিকাময় অন্ধকার। ঠিক এমন সময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বদেশে ফিরে আসেন এবং আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের হাল ধরেন। তিনি আসার পরে স্বৈরাচারী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের ক্ষমতা থেকে বিতারিত করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয়  ক্ষমতায় আসেন। তার ক্ষমতায় আসার পর থেকেই শোষক গোষ্ঠীকে বিতারিত করে বাংলাদেশের সকল মানুষের আর্থিক, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন শুরু করে। যা এক কথায় অপূর্ব। দেশের মানুষের প্রতি তার এই ভালবাসার জন্য তিনি নিজের সকল সুখ-স্বচ্ছন্নকে ত্যাগ করে সকলকে সাথে নিয়ে আজ বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নয়নশীল রোল মডেল রাষ্ট্রে পরিনত করেছেন এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের বুকে জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ শুরু করেছেন। 

তিনি আরো বলেন, বর্তমানে বিএনপি আন্দোলনের কথা বলে। কিন্তু মানুষ সারা দেয় না ও মাঠেও নামে না। এর আগে তাদের দলের বড় বড় নেতা ফলাও করে বলেছিল ১০ই ডিসেম্বর তাদের নেতা খালেদা জিয়ার সরকার দেশ চালবে। মানুষ তাদের সেই কথা বিশ্বাস করে নাই। এরপর যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষকে সাথে করে মাঠে নামতো তারা পালনোর পথ খুঁজে পেত না। আর বর্তমানে বিএনপির অবস্থাতো আরো ভায়াবাহ। তারা সাধারণ মানুষের কাছ থেকে বিশ্বাস হারিয়ে জনসভায় লোক না পেয়ে এখন বিভিন্ন বিদেশী দুতাবাসের দাঁড়ে দাঁড়ে ঘুরছে। বিদেশীরা দেশের জনগণকে বাদ দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাতে পাড়বে? কখনই পারবে না। জনগণই ক্ষমতার মালিক। জনগণের ভোটের মাধ্যমে দেশের সংবিধান মেনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। জনগণ বিএনপির সাথে নাই সেটি জেনেই বিএনপি তাদের পূর্বের অভ্যাস ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চাচ্ছে। কিন্তু জনণন সেটা কখনই হতে দেবে না।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। যে যত ষড়যন্ত্রই করুক না কেন সেই ষড়যন্ত্র মোকাবেলা করার ক্ষমতা আওয়ামী লীগের আছে। ১৯৭৫ সালে ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করার পর ঘাতকরা মনে করেছিল এদেশে আর কোন বঙ্গবন্ধুর অস্তিত্ব নাই। কিন্তু তাদের সেই ধারণা মিথ্যা প্রমানিত হয়েছে। মহান আল্লাহর ইচ্ছায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশে থাকায় তারা বেঁচে যায়। ১৯৮১ সালে ১৭ই মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রিয় জন্মভূমিতে ফিরে আসেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন। এরপর থেকেই তিনি দেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে কাজে লাগিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে  ক্ষমতায় আসেন এবং বাংলাদেশেকে বিশ্বের মধ্যে একটি উন্নয়নশীল মডেল রাষ্ট্রে পরিনত করেছেন।

অপর দিকে বিএনপি যখন দেশের ক্ষমতায় ছিল তখন তারা শুধু লুটপাটই করেছে। দেশের জনগণের জন্য তারা কোন কাজ করে নাই। তাদের সময় একজন সাধারণ শ্রমিক সারাদিন কাজ করে দুই কেজি চাল নিয়ে বাড়ী যেতে পরে নাই। পথের মধ্যে সেটাও বিএনপির কর্মীরা কেড়ে নিয়েছে। ঐ শ্রমিকের পরিবার সারারাত না খেয়ে থেকেছে। তারা মানুষকে হাতুড়ি পেটা করেছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। যার কারণে তারা বর্তমানে একটি জনবিচ্ছিন্ন দলে পরিনত হয়েছে। জনগণ তাদেরকে এখন আর বিশ্বাস করে না। কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনা জনগণের জন্য অনেক কাজ করেছেন বলেই জনগণ তার সাথে আছে। আগামী জাতীয় নির্বাচনেও জনগণের ভোটে আবারও তিনি দেশের প্রধান মন্ত্রী হবেন।

আলোচনা সভা শেষে ১৯৭৫ সালে ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ, জাতীয় চার নেতা, সকল শহীদ মুক্তিযোদ্ধা, ২১ আগষ্ট গ্রেনেট হামলাসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের সকল শহীদ সদস্যদের রুহের মাগফেরাত ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনাসহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ