ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে বাল্য বিবাহ, কিশোরী উন্নয়ন ও প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা সভা
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৫-১৯ ১৩:৫৩:১২

রাজবাড়ী উন্নয়ন সংস্থা (রাস) এর আয়োজনে বাল্য বিবাহ, কিশোরী উন্নয়ন ও প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৮ই মে দুপুরে রাজবাড়ী শেরে বাংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী উন্নয়ন সংস্থা (রাস) এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শহর সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে আইসিডিডিআরবির কনসালটেন্ট তাসমিয়া জুথি, কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ ও অন্যান্য অতিথিদের মধ্যে শেরে বাংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার পাল, সাবেক সভাপতি রহিম মোল্লা, এনজিও রাসের প্রশিক্ষক মুনয়েম হোসেন ও ইব্রাহিম খলিল উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

 এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অলোচনা সভায় সভাপতিসহ বক্তাগণ বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে বাল্য বিবাহ ও কিশোরী উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যা প্রতিরোধকল্পে আমাদের সকলকেই বিশেষভাবে সচেতন হতে হবে। কারণ একজন কিশোরী যখন বাল্য বিবাহের শিকার হয় তখন সেই ভূক্তভোগী কিশোরীসহ তার গর্ভে জন্ম নেওয়া আমাদের ভবিষ্যত প্রজন্ম বিভিন্ন শারীরিক, মানসিক সমস্যার সম্মুখীন হয়। আর সেই কারণে আমাদের ভবিষ্যতের স্মার্ট প্রজন্ম বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হয়ে উন্নত বিশ্বের অনোপযোগী হয়ে গড়ে উঠবে। যা আমাদের কারোই কাম্য নয়। সুতরাং আমাদের সকলকে বাল্য বিবাহ প্রতিরোধ করতে যার যার অবস্থান থেকে জনসচেতনতা বৃদ্ধির কাজ করতে হবে বলে উল্লেখ করেন।

 এছাড়াও সভাপতি তার বক্তব্যে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী তাদের মত জেলার সকল এনজিও বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ