ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে শেরেবাংলা স্কুলে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীর ভাতা ভোগীদের প্রশিক্ষণ
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৫-১৯ ১৩:৫৪:০৮

রাজবাড়ী স্কাইলার্ক মহিলা সমিতির বাস্তবায়নে ও রাজবাড়ী পৌরসভার কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীর ভাতা ভোগীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৮ই মে দুপুরে শেরে বাংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের অডিটরিয়ামে রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবুর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন স্কাইলার্ক মহিলা সমিতির প্রশিক্ষক ইব্রাহীম খলিল। 

এ সময় রাজবাড়ী শেরে বাংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার পাল, দৈনিক মাতৃকণ্ঠের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম, সমাজকর্মী সাগর আহম্মেদ স্কাইলার্ক মহিলা সমিতির সদস্য মুনায়েম হোসেনসহ রাজবাড়ী কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীর ভাতা ভোগীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীর আওতায় ভাতাভোগীগণ কিভাবে তাদের ভাতার অর্থ ব্যয় করবেন এবং শিক্ষা, স্বাস্থ্য সচেতনা, মায়ের পুষ্টি, শিশুর সেবা ও আয়বর্ধক কর্মসূচীসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ