ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৫-২০ ১৪:৪০:২৬

রাজবাড়ী জেলা ওয়াকার্স পার্টির কার্যালয়ে গতকাল ২০শে মে জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং সকল প্রকার কৃষি উপকরণের দাম কমানো, কৃষি উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার দাবী করা হয়।

 সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টু।   

উদ্বোধনী অনুষ্ঠান শেষে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক ও রাজবাড়ী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

এরপর কমরেড জ্যোতি শংকর ঝন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় ্য কমরেড মনিরুজ্জামান ছালাম, সলেমান আলী দুলু, অরুণ কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

 এ সময় কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ছলেমান আলী দুলুকে সভাপতি ও অরুণ কুমার সরকারকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরে জন্য ৩৫ সদস্য বিশিষ্ট জাতীয় কৃষক সমিতির জেলা কমিটি ঘোষণা করা হয়। 

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ