ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দিতে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সুফল বিশ্বাস গ্রেফতার
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৫-২১ ১৫:০৮:৪৯

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর গ্রাম থেকে গত ২০শে মে দিবাগত রাত ৯টার দিকে ১টি ওয়ানশুটার গান, দুইটি কার্তুজ ও ১টি ব্যবহৃত কার্তুজের খোসাসহ সুফল বিশ^াসকে (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সুফল বিশ^াস ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের জাননগর গ্রামের পরিতোষ বিশ^াসের ছেলে। 

গতকাল ২১শে মে সকালে বালিয়াকান্দি থানায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত সুফল বিশ্বাসের নামে আগে চাঁদাবাজি ও অস্ত্র মামলা রয়েছে। চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে তার হেফাজতে অস্ত্র রয়েছে। পরে তার স্বীকারোক্তিতে এসআই মোঃ রাজিবুল ইসলাম ও এসআই মোঃ টিটুল হোসাইনসহ সঙ্গীয় ফোর্স জঙ্গল ইউনিয়নের সমাধিনগর দূর্গামন্দির ও আশ্রমের মাঝখানের ইটের স্তুপ থেকে ১টি ওয়ানশুটার গান, দুইটি কার্তুজ ও ১টি ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করে। এ ঘটনায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ