ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গোয়ালন্দ পৌরসভা পরিদর্শন করলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৫-২২ ১৫:০০:১৯

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান রিপন গতকাল ২২ শে মে দুপুরে গোয়ালন্দ পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন।

এসময় পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল তাকে ফুল দিয়ে স্বাগত জানান। 

পরিদর্শনকালে তিনি পৌরসভা মূল্যায়নের বিভিন্ন সূচক অনুযায়ী নথিপত্র যাচাই করেন। তিনি জন্ম মৃত্যু নিবন্ধন আইন, জন্ম-মৃত্যু নিবন্ধন বিধিমালা সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন এবং শুণ্য থেকে ৪৫ দিনের মধ্যে বিনা ফিসে জন্ম নিবন্ধন করার লক্ষ্যে ব্যাপক ভাবে প্রচার প্রচারণা ও সৃজনশীল উপায়ে কার্যক্রম পরিচালনার জন্য পৌর মেয়রকে পরামর্শ প্রদান এবং জন্ম মৃত্যু নিবন্ধনে নির্ভুলভাবে তথ্য সন্নিবেশ করার জন্য তিনি উপস্থিত কাউন্সিলর, কর্মচারী ও সেবা গ্রহীতাদের পরামর্শ প্রদান করেন। পরে তিনি পৌরসভার মধ্যে সড়কে থাকা সোলার স্ট্রিট লাইট গুলো পরিদর্শন করেন।

এসময় পৌরসভার প্যানেল মেয়র মোঃ ফজলুল হক, পৌর নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলম, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিনসহ অন্যান্য কাউন্সিলর ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ