ঢাকা শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
রাজবাড়ী সদরের মিজানপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৫-২৪ ০৩:৩৪:৩২

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

গতকাল ২৩শে মে দুপুরে মিজানপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে এই বাজেট ঘোষণা করা হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা। 

মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ টুকু মিজির সভাপতিত্বে ২০২৩-২৪ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব সৈয়দ মেহেদী মাসুদ।

 বাজেট অনুষ্ঠানে মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, সূর্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম বিশ্বাস ও সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, সূর্যনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিনা পারভীন, সূর্যনগর রেলগেট জামে মসজিদের ইমাম আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় ইউনিয়ন পরিষদের মেম্বারগণ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের জন্য সকল খাত থেকে আয় বাবদ ১ কোটি ৯৮ লক্ষ ৪৬ হাজার ২শত ৬৪ টাকা ও সকল ব্যয় বাবদ ১ কোটি ৯৫ লক্ষ ৫০ হাজার টাকা, উদ্বৃত্ত বাবদ ১৬ হাজার ৮শত ২০ টাকা দেখিয়ে  বাজেট ঘোষণা করা হয়। যার মধ্যে  রাজস্ব থেকে প্রাপ্ত আয় ৫৭ লক্ষ ২১ হাজার ৪শত ৮০ টাকা ও রাজস্ব ব্যয় ৫৪ লক্ষ ৪২ হাজার ৩৬ টাকা দেখানো হয়েছে। 

রাজবাড়ীতে রেলওয়ে ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত
আসন্ন ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৫টি ফেরী-২০টি লঞ্চ
শাশুড়ীকে জবাই করে হত্যা‍: পুত্রবধূসহ পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
সর্বশেষ সংবাদ