ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
পাংশায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৫-২৬ ১৫:৩৭:০৪

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এক সভা গত ২৪শে মে সন্ধ্যায় সংস্থার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
  পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও হোগলাডাঙ্গী মোহাম্মাদিয়া কামিল মডেল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে খোকসা আবু তালেব ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এস এম কায়কোবাদ, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ ফিরোজ হায়দার, গঙ্গানন্দদিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মোঃ আব্দুস সালাম, মুছিদাহ বনগ্রাম আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল কাদির, পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সাঈদ আহম্মদ, জয়কৃষ্ণপুর মহিলা ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মোঃ মাসুদ রানা, বড় ঘিকমলা মহিলা দাখিল মাদরাসার সুপার মোঃ মারুফ চৌধুরী ও পাংশা শাহজুই কামিল মাদরাসার মুফাসসির মোঃ ফজলুল করিম প্রমূখ উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মোঃ মোক্তার হোসেন।
  সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মীর মোঃ আব্দুল বাতেন দুর্নীতি দমন কমিশন, ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, আগামী জুন মাসের মধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং অপর একটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা করা হবে। কর্মসূচিতে দুর্নীতি দমন কমিশন, ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন। কর্মসূচির আয়োজন ও বাস্তবায়নে পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যকে সহযোগিতা করার আহবান জানান তিনি।
  সভা শেষে দ্বিতীয়বারের মতো অধ্যক্ষ মীর মোঃ আব্দুল বাতেনের হজ্বব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়া উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ ফিরোজ হায়দার।

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ