ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
কালুখালীতে উপজেলা পর্যায়ের পিবিজিএসআই স্কিমের আওতায় দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ফজলুল হক
  • ২০২৩-০৫-৩১ ০৩:৫২:১২

রাজবাড়ী জেলার কালুখালীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন (চইএঝও)” স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার প্রধান, বিদ্যালয় পরিচালনা ম্যানেজিং কমিটি, মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানজেমেন্ট সিস্টেম ও গভর্নিং বডির সভাপতিদের নিয়ে দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ৩০শে মে কালুখালী সরকারী কলেজের হলরুমে আয়োজিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো।

  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম নাসিম আখতারের সভাপতিত্বে ওয়ার্কশপে অন্যান্যর মধ্যে কালুখালী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, হোগলাডাঙ্গী এমআই কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ, আখরজানী উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল, সূর্যদিয়া মদাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও মদাপুর ইউপির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজনু, জেলা পরিষদ সদস্য ও রায়নগর ফাজিল মাদরাসার সভাপতি সফুরা খাতুন, ঝাউগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আকমল হোসেন বাচ্চু, হাড়িভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, পাতুরিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ খায়রুল হাসান মিন্টু, প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল হক প্রমুখ বক্তব্য রাখেন। 

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ